বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে সংবর্ধণা

বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে সংবর্ধণা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সংবর্ধণা দেওয়া হয়েছে। বুধবার বড়াইগ্রাম পৌরসভা এই কর্মসূচীর আয়োজন করে। প্রধাণ অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে মেয়র মাজেদুল বারি নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বিশেস অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক বাচ্চু উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয় এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …