বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমবায় দপ্তরের তত্ত্বাবধায়নে সমবায়ীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের হয়।

পরে পরিষদ হল রুমে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, কালব এর আঞ্চলিক পরিচালক বাবলু রেনেতোস কোড়াইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …