বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালিত

বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। রবিবার(১৫ আগষ্ট) সকালে পৌর আ’লীগ ও যুবলীগের উদ্দ্যোগে উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদরে স্বরণে ১মিনিট নিরাবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুস্পস্তবক অর্পন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে ছিলেন- প্রবীন আ’লীগের নেতা আব্দুস সোবাহান প্রামানিক, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, সাধারন সম্পাদক নাহিদ পারভেজ, কৃষক লীগের সাধারন সম্পাদক ইসাহক আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …