বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নাটোর জেলা শাখার পক্ষ থেকে আজ মঙ্গলবার উপজেলার ৭নং চান্দাই ইউনিয়নে অর্ধশত কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল আলম রনি খাদ্যসামগ্রী বিতরণের সময় বেগম খালেদা জিয়া এবংরুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের জন্য দোয়া চান এবং আস্বস্ত করেন আপনাদের সন্তান সাবেক মন্ত্রী দুলু ভাই আপনাদের পাশেই আছেন আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন।
ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের পক্ষে ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ভাইয়ের দিক নির্দেশনায় এই ক্ষুদ্র আয়োজন। আজকে ইউনিয়নের কর্মহীন অসহায় দিনমজুর অর্ধশত পরিবারের মাঝে একটি করে খাদ্যসামগ্রী ব্যাগ দেওয়া হয়, যাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি তেল ছিলো। এটা আমাদের প্রথম দিন, সামনের দিনে আমরা আরো বেশি সহায়তার চেষ্টা করছি।
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সহায়তার পাশাপাশি তাঁদের এই ভাইরাস বিষয়ে সচেতন করার চেষ্টাও করছি। সমাজের সার্মথ্যবান সবাই যদি নিজ নিজ দায়িত্ববোধ থেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে কাউকে না খেয়ে মরতে হবে না।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …