সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত আট – একজন আটক

বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত আট – একজন আটক


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামে বিবাদমান জমিতে ঘর উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ শিক্ষিকাসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কয়েন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাসুদ (৩৫) নামে একজনকে আটক করেছে। আটক মাসুদ কয়েন গ্রামের মজনু শাহ’র ছেলে।

সংঘর্ষে আহতরা হলেন, কয়েন গ্রামের মজনু শাহ’র ছেলে মনসুর রহমান (৪২), তার স্ত্রী আরিফা খাতুন (৩৭), ছেলে নিবিড় আহমেদ (১৭), ছোট ভাই মখলেছুর রহমান (৩৫) ও বোন কলেজ শিক্ষিকা মাসুরা ইয়াসমিন (৩৮) এবং একই গ্রামের আজহার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও রাজিব হোসেন (৩২) এবং জমশেদ আলীর ছেলে রুস্তম আলী (৪০)।

থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েন বাজারের সাড়ে ৭ শতাংশ জমি নিয়ে মনসুর ও ফারুক হোসেনের মধ্যে দ্বন্দ চলে আসছিল। বৃহস্পতিবার ফারুক সে জমিতে ঘর তুলতে গেলে মনসুর তাতে বাধা দেন। পরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আটজন আহত হন। আহতদের মধ্যে শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, এ ঘটনায় উভয় পক্ষেই মামলা দায়ের হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …