নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে একমাত্র ছেলের প্রতি অভিমানে সোহাগী রাণী (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী বাগডোব গ্রামের কার্তিক চন্দ্রের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে একমাত্র ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে সোহাগী রাণীর তিক্ততা চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এসব বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তার ছেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়। একমাত্র ছেলের এ আচরণে সোহাগী রাণী ক্ষোভে অভিমানে রাতে সবার অজান্তে নিজ শয়ন ঘরের তীরের সাথে শাড়ি বেঁধে গলায় ফাঁস নেন। পরে তার স্বজনেরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …