নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আহত হয়েছে ৪ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আতদের উদ্বার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিংয়ে ভর্তি করা হয়েছে।
গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত উল্লাহ নুর সুমন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী নাটোরে মানববন্ধন যাওয়ার লক্ষে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামসুল আলম রনির বাড়ির সামনে জমায়েত হচ্ছিল ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মিরা। কিন্তু গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোল্লার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াসসহ ছাত্রলীগের কর্মিরা অতর্কিত হামলা করে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত উল্লাহ নুর সুমন, রাজাপুর অনার্স কলেজ শাখা ছাত্রদল নেতা রতন ও ইমন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্পাদক সামসুল আলম রনি আহত হয়।
তিনি আরো বলেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোল্লার ছাত্রদল মানববন্ধন করার জন্য জমায়েত হচ্ছিল। আমরা গিয়ে ধাওয়া দিয়ে পন্ড করে দিয়েছি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, বিষয়টি আমার জানা নেই
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …