সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বড়াইগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এ অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল। মঙ্গলবার সকালে বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বয়ক জাহিদ হাসান বিপুল।

মিছিলে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কানন খান, যুগ্ম আহ্বয়ক রাশিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বয়ক আব্দুল খালেক সরকার, পৌর ছাত্রদলের আহ্বয়ক মাসুম রেজা, সদস্য সচিব আজাদ আহমেদ ও যুগ্ম আহ্বয়ক রাকিব হাসানসহ নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি পৌর গেট থেকে শুরু হয়ে লক্ষীকোল বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …