বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে চেয়ারম্যান-মেম্বার পদে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

বড়াইগ্রামে চেয়ারম্যান-মেম্বার পদে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দ্বিতীয় ধাপে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ইউপি সদস্য পদে ছয় ও সংরক্ষিত নারী সদস্য পদে একজন মিলিয়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করে নেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, বড়াইগ্রাম ইউনিয়নে ইলিয়াস পারভেজ, নগর ইউনিয়নে ইয়াসিন আলী এবং চান্দাই ইউনিয়নে মেহেদী পারভেজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ইউপি সদস্য পদে ছয় জন এবং জোনাইল ইউনিয়নে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে একজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এতে বর্তমানে নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ ওয়ার্ডে ২০৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …