রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে চিকিৎসকসহ ২ নারী করোনায় আক্রান্ত

বড়াইগ্রামে চিকিৎসকসহ ২ নারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সারা দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলাতেও দীর্ঘ ৩৬ দিন পর নতুন করে দুই জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

শনিবার সকালে এক চিকিৎসক সহ দুই নারী করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশাদুজ্জামান। ওই নারী চিকিৎসকের নাম ডা. শারমিন জাহান (২৯)। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। করোনায় আক্রান্ত অপর জন হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের মাজেদা খাতুন (৪৭)।

তাদের দুই জনকে আইসল্যুয়েশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই চিকিৎসক করোনার ভ্যাকসিন গ্রহণ করার ৫ দিন পর করোনা পজিটিভ সনাক্ত হন।

আরও দেখুন

ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ

সম্পাদক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী এনায়েত করিমরাঙ্গাকে নাটোরের সিংড়া …