রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে চালককে অজ্ঞান করে চার্জার ভ্যান ছিনতাই

বড়াইগ্রামে চালককে অজ্ঞান করে চার্জার ভ্যান ছিনতাই


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে তাউহিদ হোসেন(১৫) নামের এক চালককে অজ্ঞান করে চার্জারভ্যান ছিনতাই করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চালক তাউহিদ জোনাইল এর আব্দুর রহিম প্রামানিক এর ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে চালককে জোনাইল ও আর খান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাউহিদ হোসেন জানায়, জোনাইল কলেজে সামনে থেকে খাদ্য ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনশত টাকা ভারায় বনপাড়া নিয়ে যায়। পরে টাকা দেওয়ার কথা বলে বনপাড়া বাজারের পাশেই নিয়ে যায়। ব্যবসায়ীর পরিচিত মোটর সাইকেলে থাকা দুই ব্যাক্তি আমাকে একটি কমল পানীয় খাওয়ায় জন্য বলে। আমি খেতে না চাইলে জোড় করে মুখ চেপে ধরে খাইয়ে দিয়ে মারধর করে। আমি অচেতন হয়ে পড়লে একটি ঝোপে ফেলে দিয়ে চলে যায়। পরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। আমরা ভ্যান উদ্ধারের নিকটবর্তী। আশা করি খুব দ্রুত চার্জারভ্যান উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পারবো।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …