শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে চার কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্বোধন

বড়াইগ্রামে চার কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের বিনোদনশাহ হতে লক্ষীপুর হয়ে উপলশহর ধলার বিল অভিমুখে চার কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্বাবধায়নে পানাসি প্রকল্পের আওতায় মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান তারমিন এন্টারপ্রাইজ খালটির খনন কাজ করছে। এ খালটির খনন সম্পন্ন হলে স্থানীয় চারটি বিলের প্রায় ১৫শ’ বিঘা জমিতে দীর্ঘ পাঁচ বছরের স্থায়ী জলাবদ্ধতার অবসান ঘটবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় খালের বিনোদনশাহ অংশে মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও বিএডিসি’র সহকারী প্রকৌশলী জিয়াউল হক বক্তব্য রাখেন।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে খালটি খনন শুরু হওয়ায় স্থানীয় ৪-৫টি গ্রামের বাসিন্দারা চরম উচ্ছাস প্রকাশ করেছেন।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …