বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে চাচাতো বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

বড়াইগ্রামে চাচাতো বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় তার চাচাতো ভাই মনিরুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল ইসলাম উপজেলার তিরাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বাড়ির সদস্যরা গৃহস্থালী কাজে ব্যস্ত থাকার সুযোগে মনিরুল চকলেট দেয়ার প্রলোভনে তার চাচাতো বোনকে নিজ ঘরে ডেকে নেয়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে মনিরুল কৌশলে পালিয়ে যায়। এরপর একটি মহল বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে অবশেষে বিষয়টি প্রকাশ হয়ে গেলে বুধবার মনিরুলকে আটক করেছে পুলিশ ।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …