বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বড়াইগ্রামে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে নাটোরের বড়াইগ্রাম পৌসভার লক্ষীকোল বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার ও কাজী মসিউর রহমান জায়েদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ বক্তব্য রাখেন। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বড়াইগ্রাম সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, লক্ষীকোল বাজার বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, সম্পাদক রঞ্জিত কুমার কুন্ডু, বড়াইগ্রাম পৌর সচিব জালাল উদ্দিন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …