নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা আ’লীগের শিক্ষা-মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমূখ নেতৃবৃন্দ।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে গ্রেনেড দুর্বৃত্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …