নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রামে ৪৮ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার প্রতিযোগিতার শেষ দিনে ফুটবল খেলায় বালক দলে চান্দাই উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ দল বিজয়ী হয়েছে। অপরদিকে, বালিকা দলে কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয় টিম ট্রাইব্রেকারে ২-০ গোলে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।
এ উপলক্ষ্যে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে শিক্ষাবিদ বাবু গৌরপদ মন্ডলসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দ্বারিকুশী-প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …