শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম পূর্বপাড়ায় মাটির চুলার ধোঁয়াতে ঘরের টিন নষ্ট হচ্ছে এমন ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২৮মার্চ আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলা নং ১২৮/২০২২। ভুক্তভোগী ওই গ্রামের সাবদুল্লাহ মোল্লার স্ত্রী মুন্নি আক্তার(২৯)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন মুন্নি নিজ বাড়ীর শয়ন কক্ষের সামনে বাড়িতে মাটির চুলায় রান্না করছিলেন। এমন সময় ঘরের টিন নষ্ট হচ্ছে বলে রান্না করতে নিষেধ করে অভিযুক্তরা। রান্না বন্ধ করতে বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের কামরুন্নাহার (৩৫), রাবেয়া বেওয়া (৫৫), রেহেনা পারভীন লাকি, সুমাইয়া আক্তার সুমা (৩২), শারমিন সুলতানা (৩০), ও লোটাবাড়িয়া গ্রামের জুলেখা বিবি, মিলে দলবদ্ধভাবে চুলার উপর থাকা ভাত, তরকারী লাথি দিয়ে ফেলে দেয় এবং চুলা ভেঙে ফেলে। এরপর ধারালো হাঁসুয়া, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে পিটিয়ে রক্তাক্ত করে। এনিয়ে পরদিন সন্ধ্যা ৬টায় কলে পানি আনতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে আবারও ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় আহত হয়ে একসময় মুন্নি অজ্ঞান হয়ে যায়।

এবিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

ভুক্তভোগী মুন্নি আক্তার জানান, আমি অজ্ঞান হয়ে গেলে তারা আমাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক মাহাবুব হাসানের কাছে মাথার ফাটা জখম সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেন। পরের দিন আমার বড় ভাই এক ডাঃ এর পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …