সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

বড়াইগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে প্রিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধ‚র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত প্রিয়া খাতুন ওই গ্রামের মসিউর রহমান বাবুর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। সকালে মশিউর রহমান বাবু প্রতিবেশীদেরকে ডেকে তার স্ত্রী ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। কিন্তু প্রতিবেশীরা এসে প্রিয়া খাতুনকে মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নজমুল হক বলেন, এটি প্রকৃতই আত্মহত্যা না অন্য কিছু সেটি আগেই বলা যাচ্ছে না, রিপোর্ট পেলে বিষয়টি বোঝা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *