বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গৃহবধুর আত্মহত্যা

বড়াইগ্রামে গৃহবধুর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে শারীরিক অসুস্থতাজনিত কারণে অভিমানে অনিমা রাণী কর্মকার (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম মিস্ত্রীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অনিমা রাণী আদগ্রাম মিস্ত্রীপাড়ার শ্রী মনোরঞ্জন সরকারের স্ত্রী।

নিহতের পরিবার সুত্রে জানা যায় যে, অনিমা রাণী দীর্ঘদিন যাবৎ আলসার ও গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভুগছিলেন। ইতিমধ্যে তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হলেও তিনি সুস্থ হননি। বর্তমানে আর্থিক অভাব-অনটনের কারণে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। রোববার তিনি ভাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তার স্বামীর আর্থিক সমস্যার কথা জানিয়ে বাজারে চলে যান। এতে অভিমানে তিনি নিজ শোবার ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা …