নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক নাজমুল ইসলাম কুমরুল দাঁইড়পাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ঐ গৃহবধু নিজ শোবার ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় কৌশলে দরজার ছিটকানী খুলে নাজমুল ঐ গৃহবধুর ঘরে ঢুকে। এক পর্যায়ে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধুর গোঙানীর শব্দে তার স্বজনরা বুঝতে পেরে ঘরের দরজা আটকে দেন এবং নাজমুলকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে রোববার সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এ ঘটনায় ঐ গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …