রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে খাদেমুল ইসলামের স্মরণে ৪৭টি স্কুলে শোক সভা ও দোয়া মাহফিল

বড়াইগ্রামে খাদেমুল ইসলামের স্মরণে ৪৭টি স্কুলে শোক সভা ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রধান শিক্ষক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি খাদেমুল ইসলামের অকাল মৃত্যুতে উপজেলার সকল মাধ্যমিক স্কুলে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, পৃথক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মরহুমের নিজ হাতে গড়া রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়সহ ৪৭টি স্কুলে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের নেতৃত্বে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমানের নেতৃত্বে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও সাংগঠণিক সম্পাদক শামসুর রহমান শাহীনের নেতৃত্বে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া তার নিজ প্রতিষ্ঠান রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শোক সভায় সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় মরহুমের একমাত্র ছেলে নাবিল আহমেদ, সহকারী শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, আব্দুল ওয়াহাব, রেজাউল করিম সাইদুল ইসলাম, আজহার হোসেন, বাকি বিল্লাহ, সহকারী গ্রন্থাগারিক ওমর ফারুক, অফিস সহকারী নুরুল ইসলাম ও শিক্ষার্থী জান্নাতুল কোবরা তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতি চারণমুলক বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের বুক ফাটা কান্নায় স্কুলের পরিবেশ ভারী হয়ে উঠে। সব শেষে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রোববার ভোরে প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম (৫১) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …