মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে কয়েলের আগুনে দুটি বাড়ি পুড়ে ছাই : তিনটি গবাদি পশুর মৃত্যু

বড়াইগ্রামে কয়েলের আগুনে দুটি বাড়ি পুড়ে ছাই : তিনটি গবাদি পশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরে বড়াইগ্রামের নিতাইনগর গ্রামে সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েলের আগুনে দু’টি বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিকান্ডে একটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যাওয়াসহ কমপক্ষে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, সোমবার সন্ধ্যায় মোবারক হোসেনের ছেলে জিয়ারুল ইসলামের গোয়াল ঘর থেকে এ আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত অন্যান্য ঘরে লাগাসহ পাশে তার ভাই শাহীনুল ইসলামের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে যাওয়া সহ দুটি ছাগল ও একটি গরু দগ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *