নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরে বড়াইগ্রামের নিতাইনগর গ্রামে সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েলের আগুনে দু’টি বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিকান্ডে একটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যাওয়াসহ কমপক্ষে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, সোমবার সন্ধ্যায় মোবারক হোসেনের ছেলে জিয়ারুল ইসলামের গোয়াল ঘর থেকে এ আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত অন্যান্য ঘরে লাগাসহ পাশে তার ভাই শাহীনুল ইসলামের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে যাওয়া সহ দুটি ছাগল ও একটি গরু দগ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …