নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নায়ন সহায়তা কর্মসুচির আওতায় ক্ষুত্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার।
উপজেলা পরিষদ সুত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ২শ জনকে ৬শত, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮০ জনকে ১ হাজার, স্নাতক পর্যায়ে ৩০ জন কে ১হাজার ছয় শত, স্নাতকত্তর পর্যায়ে ১৭ জনকে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছারাও প্রাথমিকের ৫০ জনের মাঝে শিক্ষা উপকরণ এবং আগামী বুধবার ৩০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল উপকরণ বিতরণ করা হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ
আরও দেখুন
সিংড়ায় চ্যারিটেবল সোসাইটি অব
বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,নাটোরের সিংড়ায় অসহায় ও হাফেজি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে। …