নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২০২১-২২ খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার আওতায় কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জোয়াড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী কৃষকেরা।
অনুষ্ঠানে উপজেলার ২০ জন কৃষককে পাট বীজ ও ২ হাজার ৩শত টাকা, ৬০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও ২ হাজার ৮শত টাকা আর্থিক সহায়তা এবং ৫০ জন কৃষককে মাসকালাই বীজ বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক কৃষককে পরিমাণ মতো ইউরিয়া, ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …