বৃহস্পতিবার , জুলাই ৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ঋণ প্রদান

বড়াইগ্রামে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ঋণ প্রদান


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে করোনায় বিআরডিবির ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদেরকে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সভায় ঋণ কার্যক্রমের উদ্ভোধন করেন বিআরডিবি নাটোরের উপ-পরিচালক গোপাল চন্দ্র সাহা।

ভার্চুয়াল সভায় ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল কুমার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা আবু তাহের এবং আব্দুল গফুরকে এক লাখ করে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে চাহিদা মোতাবেক উদ্যোক্তাদেরকে এই ঋণ প্রদান করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে কোয়ালিটি লাইভস্টক লিমিটেড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া)বগুড়ার নন্দীগ্রামে কোয়ালিটি লাইভস্টক লিমিটেড উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে …