নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বেসরকারী ক্লিনিক নির্মাণ কাজে বাধাদান ও চিকিৎসক-নার্সদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বনপাড়া জাহেদা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ চলছে। কিন্তু পার্শ্ববর্তী খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম মিঠু গত ২৬ অক্টোবর অযাচিত ভাবে সেখানে গিয়ে নির্মাণ শ্রমিকদের বাধা দেন। এ সময় তিনি হাসপাতালের স্বত্তাধিকারীসহ নার্সদের অশ্লীল ভাষায় গালমন্দ করাসহ তাদের প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতেও তিনি একইভাবে চিকিৎসক-নার্সদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। এতে চিকিৎসক ও সেবিকাসহ হাসপাতালের স্টাফদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সোমবার হাসপাতালের স্বত্তাধিকারী ডা. জাহেদুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শরিফুল ইসলাম মিঠু’র মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …