শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমান করেছে।

শনিবার উপজেলা নগর ইউনিয়নের আটাই বিলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আব্দুল মালেক। অর্থ দান্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নাম কামাল হোসেন। সে টাংঙ্গাইল জেলার মহেরা উপজেলার কয়রা এলাকার আবুল কাশেমের পুত্র।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আটাইগ্রামে রানার কৃষি জমিতে ভেকুর গাড়ী দিয়ে পুকুর খনন করে আসছিল উপজেলা মৌখাড়া এলাকার রুবেল হোসেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিতি টের পেয়ে রুবেল হোসেন পালিয়ে যায়। পরে ভেকুর চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …