নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার কচুগাড়ি ও ভিটাকাজিপুর বিলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক অভিযুক্ত মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার অনলাইন নিউজ পোর্টাল নারদ বার্তায় ভাঙ্গছে রাস্তা-কালভার্ট বড়াইগ্রামে আবাদী জমিতে অবাধে চলছে পুকুর খনন শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা : ব্যাটারী জব্দ
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …