সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বড়াইগ্রামে কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তরা ১৬ জনসহ বিগত এক দশকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হাত থেকে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত বিদ্যালয়ের সাবেক ও বর্তমান আরো ৩২জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

রোববার অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সন্মাননা পত্র তুলে দেন। বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, মেয়র মাজেদুল বারী নয়ন, পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, প্রকৌশলী আবুল কালাম আজাদ, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান ফারুক ও প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক মনোরম ডিসপ্লে প্রদর্শন করা হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …