নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে রিপন আহম্মেদ নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক রিপন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রোলভা গ্রামের ছরোউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রিপন ছোটবেলা থেকেই শ্রীরামপুর গ্রামে তার মামা রমজান আলীর বাড়িতে থাকে। সম্প্রতি সে পাশের সরিষাহাট গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তাকে কিশোরীর বাড়ি সংলগ্ন একটি আমবাগানে জরুরী কথা আছে জানিয়ে দেখা করতে বলে। এ সময় ওই কিশোরী সেখানে গেলে রিপন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত রিপনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …