বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে কালাম জোয়াদ্দারকে নৌকা দেয়ার দাবীতে মোটর সাইকেল শোডাউন

বড়াইগ্রামে কালাম জোয়াদ্দারকে নৌকা দেয়ার দাবীতে মোটর সাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আসন্ন নির্বাচনে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দারকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবীতে বিশাল মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দারের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে এ শোডাউনটি বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লা থেকে শুরু হয়। পরে এটি থানার মোড়, মৌখাড়া, গোয়ালিফা, ধামানিয়াপাড়া, জলন্দা, লক্ষীকোল বাজার, রয়না মোড় ঘুরে রাজ্জাক মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় শোডাউন থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা কালাম জোয়াদ্দারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে শ্লোগান দেন এবং বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …