রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শোক দিবস পালন

বড়াইগ্রামে কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের র‌্যালি, আলোচনা সভা ও মিলাদের মাধ্যমে শোক দিবস পালন করা হয়েছে। গত মঙ্গলবার ১৫ই আগষ্ট কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করে। উক্ত শোক দিবসের কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আংশ গ্রহন করে।

র‌্যালি শেষে কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জোয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মনির হোসেন, ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক খন্দকার ওয়ালিউর ইসলাম শিলু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. রবিউল ইসলাম, প্রধান শিক্ষক শামিমা আক্তার।

এছারাও সমাজসেবক মমতাজ উদ্দীন, খন্দকার সাখাওয়াত হোসেন কাজল, মুক্তার হোসন, উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল জলিল ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলো।

আলোচনা সভা শেষে ক্বারী শেখ ফরিদ হোসাইন মিলাদ পরিচালনা করেন। মিলাদে বঙ্গবন্ধু ও দেশের কল্যাণে মোনাজাত করা হয়।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …