বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিধবার বাড়ি দখলের অভিযোগ

বড়াইগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিধবার বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিধবা নারীকে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিয়োগ উঠেছে আবুল কালাম নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার ঐ নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত কলেজ উপজেলার রামাড়াড়ি গ্রামে হুজুর আলী মেম্বারের পুত্র ও আজম আলী ডিগ্রী মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রভাষক।

অভিযোগ সুত্রে জানাযায়, ঐ নারীর স্বামী ১৬ বছর পুর্বে মারা যাওয়ায় এক ছেলে বিদেশে থাকায় ছেলের বউ ও গর্ভবতী মেয়েকে নিয়ে বসবাস করেন। পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে হঠাৎ তার বাড়িতে গ্রীল ও দরজা ভাঙচুর করে ভিতরে ঢুকে তাকেসহ গর্ভবতী মেয়ে ও ছেলের বউকে বের করে দেয়। পরে স্থানীয় ব্যক্তি সহযোগীতায় বাড়িতে ফিরে আস।

আবুল কালাম আজাদ বলেন, তাদের সাথে জমিজমা নিয়ে দ্বন্দে সেদি সামান্য কথাকাটি হয়েছে। বাড়িতে আক্রমন বা বের করে দেওয়ার কোন ঘটনা ঘটে নাই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …