নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে করণীয় বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনসারী, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক হোসেন বক্তব্য রাখেন।
সভায় এ পর্যন্ত উপজেলায় করোনা টেস্ট, আক্রান্ত ও মৃত্যুর পরিমাণ, ত্রাণ বিতরণ ও প্রশাসনিক ভাবে গৃহিত বিভিন্ন পদক্ষেপের চিত্র উপস্থাপন করা হয়। একই সঙ্গে সংবাদকর্মীরা উপজেলার রাজাপুর এলাকায় একটি ফ্রি করোনা টেস্ট সেন্টার চালু করাসহ করোনা প্রতিরোধে বিভিন্ন মতামত দেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মীদের মাঝে কেএন ৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ উপজেলা ব্র্যান্ডিংয়ের লোগো সম্বলিত টি শার্ট ও মগ উপহার দেয়া হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …