বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন

বড়াইগ্রামে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের ভবানীপুর মোল্লপাড়ায় করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মোল্লাপাড়াস্থ সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফের ব্যাক্তিগত কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন।

সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন সমাজ সেবক আব্দুল মজিদ মোল্লা, আলী আকবর মিন্টু, আমিরুল ইসলাম কনা, আব্দুল খালেক, ফজলুল রহমান ফজু প্রমুখ। ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক জাহিদ আলী, সাংবাদিক মোতালেব হোসেন ও মেহেদী হাসান রনি।

আরও দেখুন

নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নলডাঙ্গা উন্নয়ন …