সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রামে করোনায় আক্রান্ত হয়ে বণিক সমিতির সভাপতির মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে করোনায় আক্রান্ত হয়ে বণিক সমিতির সভাপতির মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বাড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর নতুন বাজার বণিক সমিতির সভাপতি ও বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনের বড় ভাই শরিফুল ইসলামের মৃত্যুতে স্মরণ ও শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে আব্দুল হামিদ শেখের সঞ্চালনায় ও পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এই স্মরণ ও শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় সুধীজন।

শোক সভা শেষে শরিফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও দোয়া শেষে তবারক বিতারণ করা হয়।

উল্লেখ্য, বণিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম (৫৮) করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ আগষ্ট ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান। সে বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার মৃত আনোয়ারুল হক কবিরাজের ছেলে।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …