নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২৮টি কমিউনিটি ক্লিনিকে রোগীদের জন্য হুইল চেয়ারসহ ১০ ধরণের চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের উদ্যেগে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী হস্তান্তর করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাইকা প্রতিনিধি শাহিন ওয়াজ সরকার, মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল করিম ও উপ-সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …