নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে এসিল্যান্ডসহ চারজনের বাড়িতে সিঁধ কেটে ও জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের যে কোন সময় উপজেলার চকবড়াইগ্রামে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে চকবড়াইগ্রামের বাসিন্দা ও পাবনার আটঘরিয়া উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান আরিফের পৈত্রিক বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। একই রাতে তার প্রতিবেশী আসাদুল ইসলাম ও আল মামুনের বাড়িতে জানালার গ্রিল কেটে এবং ইজাজুল ইসলামের বাড়িতে সিঁধ কেটে মালামাল চুরি করে নেয় সঙ্ঘবদ্ধ চোরেরা। এতে তাদের নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড়সহ কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …