শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মহিলার মৃত্যু

বড়াইগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বানেছা বেগম (৪২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বানেছা বেগম কারবালা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বানেছা বেগম রান্না করার জন্য খড়ি কুড়িয়ে নিয়ে কারবালা দাখিল মাদরাসার কাছে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বনপাড়া থেকে নাটোরগামী একটি দ্রæতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …