সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে এক কেজি গাঁজাসহ যুবক আটক

বড়াইগ্রামে এক কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বাসে তল্লাশী চালিয়ে এক কেজি গাঁজাসহ ইমন সরদার রিপন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রয়না ভরট হাটে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামের ইনামুল সরদার ওরফে মিনারুলের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাতে রয়না ভরট হাটে যানবাহনে নিয়মিত তল্লাশী চলছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহণে তল্লাশী চালিয়ে ব্যাগে রাখা এক কেজি গাঁজা জব্দ করা হয়। পরে ব্যাগের মালিক রিপনকে আটক করা হয়। এ সময় সে ব্যাগসহ গাঁজা তার বলে স্বীকার করে।

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …