নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। বড়াইগ্রাম উপজেলা পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর মোলালে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে প্রবিন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহানে সভাপত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তৃতা করেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগে সমণ্বয়ক আমিনুল ইসলাম ইন্তাজ, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক আব্দুর রাজ্জাক, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন হাসু প্রমুখ।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …