বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ঈদগাহে অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান

বড়াইগ্রামে ঈদগাহে অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে ২৭টি ঈদগাহ ময়দানে আর্থিক অনুদান এবং মুয়াজ্জিন ও খতিবসহ ১০২ জন ইমামকে সম্মানী প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় এবং মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …