নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে বন্যা খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী। বুধবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন ইউএনও মারিয়াম খাতুন।
অভিযানকালে বাল্য বিয়ের আয়োজনের অপরাধে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ও আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনছারী উপস্থিত ছিলেন। বন্যা চামটা গ্রামের দিরাজ আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, বুধবার রাতে চামটা গ্রামে মেয়েটির বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনওসহ অন্যরা তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যান। এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে বরসহ তার স্বজনরা পালিয়ে যায়। পরে কিশোরী কনের বাবাকে আর্থিক জরিমানাসহ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়।