সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ইউএনও’র কাছে ২০০ জনের খাদ্যসামগ্রী হস্তান্তর করলো এনজিও ‘আশা’

বড়াইগ্রামে ইউএনও’র কাছে ২০০ জনের খাদ্যসামগ্রী হস্তান্তর করলো এনজিও ‘আশা’

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে বিতরণের জন্য ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী ইউএনও আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেছে বেসরকারী এনজিও সংস্থা আশা। সোমবার বেলা ১১টার দিকে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় মানুষের জন্য বেসরকারী সংস্থা আশা’র নিজস্ব অর্থায়নে ৮০ মণ (২০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল। আশা’র রাজশাহী বিভাগের সহকারী বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম ইউএনও’র কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশার বড়াইগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …