নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বনপাড়া পৌর গেট থেকে শুরু হয় ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে সমাবেশে মিলিত হয়।
পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
আরও দেখুন
লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …