সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ আটক-১

বড়াইগ্রামে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ আটক-১

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রামে ফেসবুকে আপত্তিকর কমেন্টকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সোহেল রানা (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সোহেল কচুগাড়ি গ্রামের দবির উদ্দিনের ছেলে। এর আগে বুধবার রাত আটটার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত সোমবার জোনাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠণ করা হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের এক সমর্থক ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেন। কিন্তু কমিটির সভাপতি পদের অপর প্রার্থী রতন হোসেনের সমর্থক হাবিল উদ্দিন এ কমিটিকে নিয়ে একটি আপত্তিকর কমেন্ট করেন। বুধবার রাতে এ কমেন্ট নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজ হাসান (২১) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবীব জানান, এ ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান মিন্টু বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত একজনকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *