শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / কৃষি / বড়াইগ্রামে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বড়াইগ্রামে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বড়াইগ্রামে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার বনপাড়া খাদ্য গুদামে ইউএনও আনোয়ার পারভেজ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে এ অভিযানের উদ্বোধন করেন। চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ছয়শ’ তিন মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ২৭৬ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) উম্মে কুলসুম, ওসি এলএসডি শ্রী তন্ময় বিশ^াস উপস্থিত ছিলেন। এ বছর উপজেলার ৩টি অটো রাইসমিলসহ মোট ৫৪টি জন চালকল মালিক চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৯ ফেব্রæয়ারী পর্যন্ত এ চাল সংগ্রহ অভিযান চলবে বলে জানা গেছে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …