নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক কুরআন শিক্ষা ফাউন্ডেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র মাজেদুল বারী নয়ন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্বারী মাওলানা রমজান আলী ত্বহা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা নুরুল ইসলাম, ঢাকা মাহাদুল কুরআনিল কারীম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ সুলতান আহমাদ, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক ক্বারী মাওলানা মেহেদী হাসান, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ আঞ্চলিক পরিচালক ক্বারী মাওলানা আব্দুল হাই, বড়াইগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা আমীর হোসাইন ও ফাউন্ডেশনের জেলা সহকারী পরিচালক ক্বারী মাকসূদুর রহমান।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …