বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে সরাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিয়দ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা মারিয়াম খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, গোপালপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা হক বক্তব্য রাখেন।

আরও দেখুন

বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,বন্ধুদের সাথে থার্টিফাস্ট পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের …