নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ ভাগ ভূর্তুকির মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্ধারিত তিনজন কৃষককে কম্বাইন্ড হার্ভেষ্টার এবং দুইজনকে রিপার মেশিন বিতরণ করা হয়।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার শারমিন সুলতানা শিখা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব হোসাইন, ফারজানা ইসলাম প্রমূখ।
জানা যায়, ২৮ লাখ টাকার কম্বাইন্ড হার্ভেষ্টারের বিপরিতে ১৪ লাখ টাকা করে ভূর্তুকি এবং ১ লাখ আশি হাজার টাকার রিপার মেশিনে ৯০ হাজার টাকা করে ভূর্তুকি দেয়া হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …